Original upload date: Sat, 30 Apr 2016 00:00:00 GMT
Archive date: Sun, 07 Nov 2021 18:43:47 GMT
John Henry is an American folk hero, notable for having raced against a steam powered hammer and won, only to die in victory with his hammer in his hand. He has been the subject of numerous songs, sto
...
ries, plays, and novels. He had a 30 pound hammer that he thought was light, was 6 feet tall, and weighed about 200 pounds.
---------------------
01 May 2016
বাংলা ভাষায় শ্রমজীবীদের নিয়ে কোনো গানের কথা আসলে সবার আগে ‘জন হেনরি’ গানটির কথাই মনে পড়ে। শ্রমিক নায়ক ‘জন হেনরি’র মানবিক কীর্তি নিয়ে করা গানটি। গণশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের কথা ও সুরে বাংলা ভাষায় প্রথমবার পাদপ্রদীপের আলোয় আসে ‘জন হেনরি’ নামের আমেরিকান এক মহান শ্রমিকের নাম। যে হেনরি মালিকের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের শ্রম আর ঘামে শ্রমিকশ্রেণির মাথা চির উন্নত করে গেছেন। পৃথিবীর শ্রমিকেরা যার জন্যে এখনো বুক চিতিয়ে বলতে পারেন ‘নাম তার ছিলো জন হেনরি, ছিলো যেনো জীবন্ত ইঞ্জিন’। শ্রমিক দিবসের সবচেয়ে ছুঁয়ে যাওয়া অথচ অনুপ্রেরণামূলক গানগুলোর মধ্যে হেনরিকে নিয়ে করা গানটিই প্রসিদ্ধ। জন হেনরিকে নিয়ে করা গানটির প্রত্যেকটা শব্দ রক্ত কণিকায় আগুন জ্বেলে দেয়া দ্রোহের প্রতিশব্দ যেন।