ব্যারিস্টার সুমন এর বিরুদ্ধে মামলা || গ্রেফতার হতে যাচ্ছে ব্যারিস্টার সুমন || Barrister Sumon News
Uploader: Taj tv
Original upload date: Sun, 02 Jun 2024 00:00:00 GMT
Archive date: Wed, 12 Jun 2024 09:24:23 GMT
ব্যারিস্টার সুমন এর বিরুদ্ধে মামলা || গ্রেফতার হতে যাচ্ছে ব্যারিস্টার সুমন || Barrister Sumon News
#barristersumon #BdNewsbarristersumon #sheikhhasina #bdnews #bdparliament \
আওয়ামী লীগের সভায় ব্যারি
Show more...
স্টার সুমনের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় হট্টগোল
উপজেলা আওয়ামী লীগের সভায় হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতার বক্তব্য নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। পরে ব্যারিস্টার সাইদুল হক সুমন নিজেই মাইক নিয়ে এর ব্যাখ্যা দেন। পরে পরিস্থিতি শান্ত হয়।
রোববার ( ২১ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দাবি, মূলত সভায় সংসদ নির্বাচনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের বক্তৃতা দেয়া নিয়ে এ বিতর্ক হয়।
দলীয় একটি সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চুনারুঘাট আগমন উপলক্ষে রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে এ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রধান অতিথি করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতুর সভাপতিত্বে বিকেল ৪টায় ওই সভা শুরু হয়। সভার শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুক্তাদির চৌধুরী মঞ্চে উঠে নৌকার ত্যাগী নেতাকর্মীরা বসার স্থান না পাওয়া নিয়ে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন।
পরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হেমিলনের বাঁশিওয়ালা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী যদি উনাকে গ্রহণ করেন। উনাকে নিয়ে যদি উপজেলা আওয়ামী লীগকে চলতে বলেন তবে তিনি চলবেন। উনাকে ছাড়া যদি আওয়ামী লীগ না চলে তবে তিনিও চলবেন। সুমনকে উদ্দেশ্য করে তার এ ধরনের বক্তব্য চলাকালে সুমন সমর্থকরা আসন থেকে উঠে এর প্রতিবাদ করলে সভায় হট্টগোল সৃষ্টি হয়। পরে মঞ্চে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমনের সমর্থকদের ওপর হামলা, আহত ৭
সভায় চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, উপজেলা মহিলা লীগের সভাপতি আবেদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু জানান, সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের আমন্ত্রণে আগামী ৩ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চুনারুঘাট আসছেন। প্রথমে ওই অনুষ্ঠানে আমাদের যাওয়ার সিদ্ধান্ত ছিল না। কারণ, মন্ত্রীর তরফ থেকে আমাদের বিষয়টি জানানো হয়নি। পরবর্তীতে যেহেতু আমাদের দলের প্রতিমন্ত্রী আসছেন তাই আমরা অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেই। ওই অনুষ্ঠান সফল করতে রোববার মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেহেতু উনার আমন্ত্রণে মন্ত্রী আসছেন তাই সভায় প্রধান অতিথি করা হয় এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।
আরও পড়ুন: লিফলেটে বঙ্গবন্ধু-জয়বাংলা, ব্যারিস্টার সুমনকে শোকজ
তিনি বলেন, এমপি সুমনের উপস্থিতি নিয়ে কোনো বিতর্ক হয়নি। কারণ, ব্যানারেই তো প্রধান অতিথি হিসেবে তার নাম ছিল। স্থানীয় এক নেতার বিতর্কিত বক্তব্যে কয়েক মিনিট একটু হট্টগোল হয়েছিল। পরে শান্তিপূর্ণভাবেই সভা সমাপ্ত হয়েছে।
এ ব্যাপারে ব্যারিস্টার সুমন বলেন, নির্বাচিত হওয়ার পরেই বলেছি আমি চুনারুঘাট-মাধবপুরকে বদলে দিতে চাই। আর শুরুতেই আমি তরুণ সমাজকে উদ্দীপ্ত করতে আইসিটি প্রতিমন্ত্রীসহ দেশের খ্যাতিমান ৫ জন মডারেটরকে ৩ তারিখ চুনারুঘাটে নিয়ে আসছি। যেহেতু আমি তাদেরকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি তাই অনুষ্ঠান সফল করতে আমাকে প্রধান অতিথি করে মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।
তিনি বলেন, আমি আওয়ামী লীগের লোক। আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশনামতেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছি। এছাড়া নেত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন সবাই একসঙ্গে কাজ করতে। এখানে সভায় একজন বিতর্ক সৃষ্টি করে বক্তব্য দেয়ায় অনেকেই প্রতিবাদ করেছিলেন। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে সভা সমাপ্ত হয়। তিনি বলেন, এলাকার উন্নয়নে এখন দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করতে চাই। ব্যারিস্টার সুমন: এক সমাজ সচেতন নেতা
পরিচিতি
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত, একজন বিশিষ্ট বাংলাদেশি আইনজীবী, মানবাধিকার কর্মী, এবং সমাজসেবক। তিনি বিশেষত তার সমাজ সচেতন কাজ এবং সাহসী মন্তব্যের জন্য বিখ্যাত। তার প্রচেষ্টা শুধুমাত্র আইনি সীমারেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি সামাজিক ও মানবিক মূল্যবোধের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রাথমিক জীবন ও শিক্ষা
ব্যারিস্টার সুমন জন্মগ্রহণ করেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। শৈশবে তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন করেন। সেখানে তিনি লন্ডনের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (LL.B) এবং ব্যারিস্টার এট ল ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার সুমন বাংলাদেশের একজন পেশাদার আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর সামাজিক উন্নয়নের জন্য কাজ শুরু করেন।
পেশাগত জীবন
ব্যারিস্টার সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন প্রবীণ আইনজীবী হিসেবে কাজ করেন। তার আইনি জ্ঞানের গভীরতা এবং বিচারিক বিশ্লেষণ দক্ষতা তাকে দ্রুত খ্যাতি অর্জন করতে সহায়তা করেছে। তিনি বিভিন্ন আইনি মামলায় প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং সফলভাবে অনেক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন।
Related searches
ব্যারিস্টার সুমন এর ফোন নাম্বার
ব্যারিস্টার সুমন উইকিপিডিয়া
ব্যারিস্টার সুমন এর চেম্বার কোথায়
ব্যারিস্টার সুমনের মেয়ে
ব্যারিস্টার সুমন এর সাথে যোগাযোগ
ব্যারিস্টার সুমন ফেসবুক
ব্যারিস্টার সুমন এর রাজনৈতিক পরিচয়
ব্যারিস্টার সুমনের স্ত্রী