Original upload date: Thu, 14 Nov 2024 00:00:00 GMT
Archive date: Sat, 16 Nov 2024 06:00:48 GMT
আমেরিকার গোয়েন্দা প্রধান হলেন তুলসী গ্যাবার্ড
কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) হিসেবে নিয়োগ
...
দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে জনপ্রিয়। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন তুলসী। তার আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী।
গত আগস্টে ফ্লরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী। তার পর জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটে ‘রানিং মেট’ হিসাবে তাঁকে বেছে নিতে পারেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
দুই দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে ছিলেন তুলসী। আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন তিনি। মোতায়েন ছিলেন ইরাক ও কুয়েতে। ২০০৫ সালে 'কমব্যাট মেডিক্যাল ব্যাজ' পেয়েছিলেন। তবে অতীতের জাতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতো তাঁর বিশেষ অভিজ্ঞতা নেই। সরকারে কোনো শীর্ষস্থানীয় পদেও ছিলেন না।
#thereportlive #usintelligence #tulsigabbard #মার্কিন_যুক্তরাষ্ট্র #গোয়েন্দা