Original upload date: Tue, 22 Nov 2011 00:00:00 GMT
Archive date: Thu, 07 Mar 2024 15:51:22 GMT
অনেকদিক থেকেই ভাষণটি গুরুত্বপূর্ণ। কারণ এদিন বঙ্গবন্ধু '৭০এর নির্বাচনে জয়ী আওয়ামী লীগ সাংসদদের জনগনের সামনেই শপথ করান, তারা শপথ নেন ৬দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়নের অন্যভাবে বললে বাঙালীর স্বাধীকার আ
...
ন্দোলনে যে কোনো ত্যাগের বিনিময়ে সামিল হওয়ার। এই শপথের জোরেই বঙ্গবন্ধূ গ্রেফতারের পর গঠিত হয় মুজিবনগর সরকার। আমাদের মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেয় তাজউদ্দিন আহমদের প্রধানমন্ত্রীত্বে আওয়ামী লীগ। মুক্তিবাহিনী এবং যুদ্ধকালীন বাংলাদেশ সেনাবাহিনী এই সরকারের আদেশাধীন থাকে। বক্তৃতাটির পুরোটা নেই, যেটুকু আছে তা অনেক কারণেই ধ্রূপদী। এখানে অবাঙালীদের বাঙালীদের সঙ্গে মিলে যেতে বলেছেন বঙ্গবন্ধু। সবচেয়ে চমকপ্রদ সম্ভবত এই কটি লাইন: যে সমস্ত মামলা মোকদ্দমা এখন পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে. শ্রমিকদের বিরুদ্ধে আছে, এবং যারা বিনাবিচারে বন্দী আছে, সরকারকে অনুরোধ করবো তাদের এই মুহূর্তে মুক্তি দেবার জন্য। আর না হলে কদ্দিন আর রাখবেন!আমরাই তো মুক্তি দেবো ইনশাল্লাহ। সময় বেশীদিন আর নাই!