Original upload date: Sun, 09 Apr 2023 00:00:00 GMT
Archive date: Tue, 02 May 2023 07:42:32 GMT
তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল ছাড়া ইসি পুর্নগঠন মেনে নেবে না বিএনপি।
সংলাপ সফল হবে না জেনেও রাষ্ট্রপতির সংলাপে গিয়েছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
তিনি
...
বলেন, রাষ্ট্রপতির কাছে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল ও একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করার উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আহবান জানিয়েছে বিএনপি।
আলোচনা ফলপ্রসু হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতি পুর্নগঠন নিয়ে কোনো আলোচনা করিনি।
আমাদের আলোচনার মূল বিষয় ছিলো তত্ত্বাবধায়ক সরকার পুনবহাল ও দেশের রাজনৈতিক পরিস্থিতি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বুধবার সকাল পৌণে এগারোটা থেকে বারোটা পর্যন্ত বঙ্গবভনে রাষ্ট্রপতির সংলাপে যোগদান শেষে দুপুর একটায় নয়াপল্টানের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে রাষ্ট্রপতিকে বেগম খালেদা জিয়া জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়ার পরই সকল রাজনৈতিক দলের সম্মতিতে সাহসী নির্বাচন কমিশন গঠন করলে জনগণ তা গ্রহণ করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল না করে নির্বাচন কমিশন পুর্নগঠন করলে তা জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, রাষ্ট্রপতিকে আমরা জানিয়েছি, সংশোধিত সংবিধানের অধীনে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া মূল ইস্যু নয়। জাতির কাছে মূল ইস্যু হলো আগামী জাতীয় সংসদ নির্বচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তাই নির্বাচন কমিশন গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, সকল দল ও মতকে উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে সরকার। এই সংকট থেকে উত্তোরণের জন্য রাষ্ট্রপতির প্রতি আহবান জানিয়েছে বিএনপি।
পৃথিবীর বিভিন্ন দেশের ইভিএম পদ্ধতি বাতিলের উদাহরণ তুলে ধরে খালেদা জিয়া রাষ্ট্রপতিকে জানান, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপি সম্ভব।
প্রধানমন্ত্রী সংসদে গিয়ে এবিষয়ে কথা বলার আহবান জানিয়েছে এর জবাবে মির্জা আলমগীর বলেন, সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালের বিল প্রধানমন্ত্রীর উদ্যোগেই পাশ করতে হবে। আর সংসদে আলোচনা করার সুযোগ দিলে বিএনপি অবশ্যই সংসদে যাবে বলেও তিনি জানান।
মির্জা আলমগীর বলেন, বিএনপি’র দাবির উত্তরে রাষ্ট্রপতি তাদের জানিয়েছেন সংবিধান দ্বারা তিনি আবদ্ধ। সংবিধানের বাইরে তার কিছু করার নেই। তারপরও তিনি বিএনপি’র দাবির বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. ওসমান ফারুক, রুহুল কবির রিজভী প্রমুখ।