Original upload date: Thu, 12 Apr 2018 02:00:00 GMT
Archive date: Wed, 29 Jan 2025 07:12:09 GMT
কোটা সংস্কার নিয়ে তারেক রহমান !! ঢাবি শিক্ষকের সঙ্গে তারেক রহমানের কথোপকথন ভাইরাল
তারেক রহমান ও ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিস্ট্রি
বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মামুন
আহম্মেদ এর মাঝে কোটা সংষ্কার
আন্দ
...
োলনকে অর্গনাইজ করার বিষয়ে
ফোনালাপ।
আলাপের শেষাংশে তারেক রহমান
"আগামী কালের মধ্যেই আপডেট"
চেয়েছিলেন। অনেকেই ধারণা করছে
সেদিন এক রাতের মধ্যে এতো
শিক্ষার্থী অর্গনাইজ করার কাজটা
এদেরই পরিকল্পনার অংশ। বাংলাদেশ
প্রেসের পাঠকদের জন্য ফোনালাপের
রেকর্ডিং টি দেয়া হলো।
কথপোকথন হুবহু তুলে দেওয়া হলো:
তারেক:জি, আসসালামু আলাইকুম।
শিক্ষক: ওয়ালাইকুম আসলাম।
তারেক: জি মামুন সাহেব বলছেন।
শিক্ষক: জি।
তারেক: মামুন সাহেব আমার নাম
তারেক রহমান।
শিক্ষক: জি। আসসালামু আলাইকুম।
তারেক: ভালো আছেন আপনি।
শিক্ষক জি আমি ভালো আছি। আপনি
ভালো আছেন। আপনার শরীর কেমন?
তারেক : শরীর আলহামদুলিল্লাহ আছে
ভালো।
আমি ফোন করলাম এই যে ছেলে
পেলেরা কোটা আন্দোলন বা
সংস্কারের জন্য আন্দোলন করছে।
এখানে অধিকাংশ স্টুডেন্টরা যারা
মেধাবী বলে …..(আওয়ামী লীগকে
দোষারোপ)।
আমার মনে হয় আপনারা যারা আছেন।
সাদা দলের বিশেষ করে। এটা একটু
অর্গানাইজ করে এটাকে সাপোর্ট
দেওয়া যায় না?
শিক্ষক: আমার ব্যক্তিগতভাবে যে
সাপোর্টটা দেওয়া প্রয়োজন। কিন্তু
এখন বিভিন্ন কারণে অর্গানাইজ
করাটা সম্ভব হয়নি। কিন্তু পরিস্থিতি
এমন হয়েছে। এখন অর্গানাইজ করার সময়
হয়েছে। এবং আমি শিওর আপনি বলাতে
এটা আরও স্ট্রংলি করা সম্ভব হবে।
তারেক: তাহলে আপনাদেরকে তো
দায়িত্ব নিতে হবে। আপনি একটু এগিয়ে
আসেন তাহলে। আপনি সবার সাথে
তাহলে কথা বলুন। আপনি সবার সঙ্গে
কথা বলে এইটা একটু অর্গানাইজ করুন।
আপনি আমার এই নাম্বারটা সেইভ করে
রাখেন। আমাকে আপডেট দিবেন। এটা
আমার নাম্বার। আপনি অন্য কোনো
প্রয়োজন হলেও আমার সঙ্গে আলাপ
করবেন।
শিক্ষক: আমি তো বিএনপির
চেয়াপার্সনের উপদেষ্টা পরিষদের
সদস্য। ও জাসাস সভাপতি। বিভিন্ন
প্রয়োজন আমি আপনার সঙ্গে
যোগাযোগ করবো। ….
LIKE ➡ COMMENT ➡ SHARE ➡ SUBSCRIBE