বঙ্গবাজারে সব পুড়ে ছাই হলেও, অক্ষত পবিত্র কোরআন! Bijoy TV Uploader: BIJOY TV
Original upload date: Wed, 05 Apr 2023 00:00:00 GMT
Archive date: Wed, 05 Apr 2023 13:58:28 GMT
#অক্ষত_পবিত্র_কোরআন #কোরআন
গত মঙ্গলবার রাজধানী ঢাকার পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছুক্ষণের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের সব জায়গাতে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিন
...
িটে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকেই পুরো বঙ্গবাজার এলাকার দৃশ্যপট পাল্টে গেছে।
আগুনে বঙ্গবাজারসহ আশপাশের প্রায় ছয় হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারীতে ঢেকে গেছে গোটা দেশ। পুড়ে গেছে মার্কেটের প্রায় সব কাপড়। কাঠ আর টিন দিয়ে তৈরি বঙ্গবাজার পুড়ে এখন এক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তাছাড়া, বঙ্গবাজারের আশপাশের কয়েকটি ভবনও পুড়েছে।
এর মাঝে ধ্বংসস্তুপের মালামাল সরাতে গিয়ে মার্কেটের নামাজ ঘরে দেখা যায় সব পুড়ে গেলেও, মহান আল্লাহর পবিত্র বাণীর সমষ্টি মহাগ্রন্থ আল কোরআন অক্ষত রয়েছে। জানা যায়, আগুনের তাপে তা গরম হলেও কোরআনের কোন অংশ পুড়েনি।
এর আগেও বিভিন্ন অগ্নিকাণ্ডে আমরা দেখেছি কোটি টাকার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে ছাই হয়ে যাওয়ার পরও কোরআনের আয়াত সমূহের একটি অক্ষরও আগুন পুড়াতে পারে নি। মাঝে-মধ্যে অলৌকিক কিছু ঘটনা ঘটে যায়। এটা তেমনি একটি ঘটনা।
আল্লাহর অশেষ মেহেরবানীতে পবিত্র এ গ্রন্থটি রক্ষা পেয়েছে। বর্তমানে কোরআন শরীফটি একনজর দেখতে ভিড় করছে হাজারো মানুষ।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: https://www.facebook.com/bijoytvlimited
Youtube: http://youtube.com/bijoytvofficial
Show more